মেঘ-রোদ্দুরে
- সুদীপ্ত সরকার ২৭-০৪-২০২৪

মেঘের সাথে রোদের খেলা ৷
আলো-ছায়ার মত্ত লীলা ৷
চলতে থাকে সারাটি বেলা ৷
সৃষ্টি করে স্মৃতির মেলা ৷

এক নয়,দুই নয় ৷
প্রতিদিনই সেই খেলা হয় ৷
নেত্র মেলিয়া দেখলাম আমি ৷
প্রসন্ন হল মোর মাতৃভূমি ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।