নতুন কবি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ২৭-০৪-২০২৪

নতুন কবি
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন

নতুন নতুন কবি ,
দেখি কত সুন্দর তাদের ভাবনা,
ভাবনারা খেলা করে স্বপ্ন নিয়ে।


কবিরা ভাবনা নিয়ে করে খেলা ।
শব্দ নিয়ে করে খেলা ।
ছন্দ দিয়ে গড়ে তুলে কবিতার ভেলা।
ভাসায় সে ভেলা স্বপ্নলোকে।


কবিতার কি জাদু ।
মনে মিশিয়ে দেয় মধু।


কবিতার শব্দগুলো,
ছবি আঁকে জীবনের ,
কবিতা হয়ে চলে আসে ভাবনা গুলো মনের।
কবিতার সাথে থাকে চাওয়া পাওয়ার ছবি।
এভাবেই কবিতা লেখে কবি।


কত সুখ ,বেদনা।
সমাজ,ধর্ম ,পরিবেশ ,
কথা কয় কবিতার ভাষাতে।


তবু তাদের কেহ দেখেনা।
ফেসবুক আর ব্লগে দেখি কবিগন।
নিজেরাই নিজের কবিতাতে করে মন্তব্য।
তাদের নেই কোন গন্তব্য।


দেখেছি কবিদের কাছে টাকা চেয়ে।
কত ভন্ড প্রতারক শত কপি সাহিত্য পত্রিকা করে প্রকাশ
আর সেই পত্রিকা কবিদের কাছেই দেয় ,
কবিদের সাথে করে পরিহাস।
করে অপমানের সাথে উপহাস।



বলে কবি ,
তোমাকে দিলাম একটা পদ।
বিক্রয় প্রতিনিধি তুমি আমাদের ।
যাও নিজ এলাকাতে সাহিত্য পত্রিকা বেচে খাও।



কবিকে সে ,কবি থেকে হকার বানাতে চায়
পত্রিকার ফেরিওয়ালা।



কিছু প্রকাশক ।
নতুন কবিদের কাছে আসতে দেয় না ।
নতুন কবিদের যেনো কাছে যাওয়া মানা।


কেউ বলে আমরা নতুনদের কবিতা চাই।
তবে শর্ত আছে ভাই।
কবিকে হাজার টাকার কিনতে হবে বই।


কেউ বলে তিন ভাগের এক অংশ।
কবিকে দিবো লাভের অংশ।


কবি দেখে ফেলে হাজার স্বপ্ন।
স্বপ্নে ভাসে সে।
নিজের টাকাতে করে কবিতা প্রকাশ।
গ্রহন করে মস্ত বড় পরিহাস।


তার পর নিজের কাব্যগ্রন্থ সব থাকে কবির ঘরে।
কবি সে সব বেচে কেজি দরে।
কাগজের দোকানে।


নয়তো বইয়ে ধরে পোকা।
কবির কবিতা কবিই পড়ে একা।
মুখস্ত করে একা একা


নতুন কবিরা হয় বোকা ।
বসে বসে নিজের কাব্যগ্রন্থ পড়ে একা একা
প্রকাশকেরা দেয় ধোকা।
কবিরাই নিজের বইয়ের পোকা।


কবিতা লিখে কবি ।
তার পর প্রকাশ করতেও টাকার খেলা ।
এটা তো মস্ত বড় খেলা ।
যে খেলা সবাই পারে না ।



টাকা থাকলে সৌখিনতা হয় ।
কবিতা লেখাটাও তেমন ।
তুমি বিদ্যা বিতরণ কর ।
জাগরণ করাও সমাজের ,
যত পারো করো ,
টাকা নিজের পকেট থেকেই দিও।


দেখোনি রাজনীতিতে?
দেখোনি নির্বাচনের কালে।
প্রচার প্রসার করে টাকা দিয়ে।
অপরের প্রসার করে কি কেউ?

নিজের জন্যই ভোট চায় সবাই
অপরের জন্য নয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 11টি মন্তব্য এসেছে।

almamun1996
০৪-০১-২০১৮ ১০:১৪ মিঃ

এখন সময়টাই এমন

almamun1996
৩০-০৫-২০১৭ ১০:২১ মিঃ

এমন টাই হচ্ছে।।

নতুন কবির কোন দাম নাই

almamun1996
১৮-০৫-২০১৭ ০০:৪৬ মিঃ

তবু তাদের কেহ দেখেনা।
ফেসবুক আর ব্লগে দেখি কবিগন।
নিজেরাই নিজের কবিতাতে করে মন্তব্য।
তাদের নেই কোন গন্তব্য।

riyad567
০৭-০৪-২০১৭ ০১:৪৫ মিঃ

ঠিক বলেছেন ।।।।।।।।।

almamun1996
৩১-০৩-২০১৭ ২২:০৪ মিঃ

ধন্যবাদ কবি আপনাকে সুন্দর মন্তব্য করার
জন্য

MOTALEB
৩০-০৩-২০১৭ ০১:২২ মিঃ

তুমি খুব ভাল বিষয়ে কথা বলেছো । আজকাল এরকম অহরহ ঘটছে । যাইহোক তোমাকে সাধুবাদ । শুভেচ্ছা রইলো আগামীর পথে । চালিয়ে যাও ।

almamun1996
২৯-০৩-২০১৭ ২১:৩১ মিঃ

তাদের ধরা যায় না ।।

almamun1996
২৯-০৩-২০১৭ ২১:৩০ মিঃ

ধন্যবাদ কবি অপু রয়।


এই যুগে কবিরাও অপরের কবিতা পড়ে না

আর প্রকাশক তো
সোনার কাঠি।

তাকে ছোয়া কঠিন

opuroy
২৯-০৩-২০১৭ ২১:২৭ মিঃ

আপনার সাথে একমত আমিও

almamun1996
২৯-০৩-২০১৭ ১৯:৪১ মিঃ

ধন্যবাদ বাংলার কবিতাকে।


এখানে একটা ফ্রি উপকারের মাধ্যম চালু
করার জন্য।যদিও এখানে বই প্রকাশ হয় না।
চুরি হবার সম্ভাবনা আছে।।


তবু
১০০,২০০বই বের করে সেই কবিদের কাছে
বেচবার চাইতে উত্তম এটা।

এটা তার চাইতে বেশি লোক পড়ে।।
বই যতটা বের করে সেগুলো কবিরাই
কিনে।।তারা ও
এমন কবি অপরের কবিতা পড়েই না।

এর প্রমান হাতে হাতে পেয়েছি।
প্রমান সহ।।
আমি প্রায় সবগুলো ই
পড়েছি।
একজনকে বললাম।
সে জানেই না ।এটাই বাস্তবতা।

almamun1996
২৯-০৩-২০১৭ ১৯:৩৫ মিঃ

এই কবিতাটি প্রথমে উৎসর্গ করলাম এই জগতের
বাংলার কবিতার নতুন কবিদের।।।

আর একরাশ সমবেদনা
আমার মত লোকদের ।।
যে আমি বই প্রকাশ করতে গিয়ে
বোকা হলেম।।


দরকার কি ছিল ।।বই প্রকাশের????