আমার গাঁয়ের লাল সরাণে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৭-০৪-২০২৪

আমার গাঁয়ের লাল সরাণে বটের ছায়ার তলে,
মেঠো সুরে বাঁশের বাঁশি বাজায় রাখাল ছেলে।
পথের বাঁকে মাঠের ধারে গরু আর মোষ চরে,
কলসী কাঁখে জল নিয়ে গাঁয়ের বধূ আসে ঘরে।

নীল আকাশে শঙ্খচিল ওড়ে দুটি পাখা মেলে,
স্নানের ঘাটে সাঁতার কাটে পাড়ার যত ছেলে।
জেলেরা জলে জাল ফেলে ধরে কাতলা মাছ,
পুকুরপাড়ে রাস্তার ধারে সারি সারি তালগাছ।

বিকাল বেলায় পাড়ার মাঠে ফুটবল খেলে সবে,
পড়ে আসে বেলা পশ্চিম পানে সূর্যটা যায় ডুবে।
পাখিরা সব ফেরে নিজ বাসায় দিন শেষে সন্ধ্যায়,
আঁধার নামে গলিপথে বেজে ওঠে সাঁঝের সানাই।

আমার গাঁয়ে রাতের আকাশে চাঁদ ও তারা হাসে,
নদীর জলে জোছনা ঝরে নতুন সকাল হয়ে আসে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।