জ্যৈষ্ঠ মাসে রোদ্র প্রখর
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৬-০৪-২০২৪

জ্যৈষ্ঠ মাসে রোদ্র প্রখর,
পাকে কাঁঠাল আর আম।
তরমুজ কাটে চাষী মাঠে,
ছেলেরা পেড়ে খায় জাম।

ভর দুপুরে ক্লান্ত পথিকেরা
বটের ছায়ায় লয় বিশ্রাম,
ধু ধু করে পশ্চিমের মাঠ,
নিঃস্তব্ধ হয় গোটা গ্রাম।

বিকালে রোজই আসে ঝড়,
জ্যৈষ্ঠ মাসের প্রবল ঝড়ে,
বৃষ্টি নামে অঝোর ধারায়,
তরুর শাখাও ভেঙে পড়ে।

সন্ধ্যে হলে আকাশের চাঁদ
জোছনা ঝরায় মাটির ঘরে,
চাঁদ ও তারারা করে খেলা
নদীরজল ঝিলিমিলি করে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।