নেওড়ার কূলে
- সুদীপ্ত সরকার ২৭-০৪-২০২৪

নেওড়া নদীর পশ্চিম প্রান্তে ৷
অবস্থিত এক বিশাল দিগন্তে ৷
তৃণভূমির পাশে ছিল ঘাট ৷
ছেলেগুলি সব এল হঠাত্‌ ৷
হাতে ছিল বাঁশের ছিপ ৷
ঠোঙা ভর্তি ব্যাঙের ঢিপ ৷
ছিপে লাগিয়ে ফেলল ব্যাঙ ৷
উঠে এল মত্‌স্য চ্যাঙ ৷
আরও ছিল কত মাছ ৷
তারা গাঙে করছে বাস ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।