দল-মত-জাত
- ফয়েজ উল্লাহ রবি ২৬-০৪-২০২৪

কতো দল কতো মত কেউ মিলেনা কারও সাথ,
দিনের আলোয় দূরে থাকে, এক হয়ে যায় রাত।
লোক অন্তরালে সব এক জাত,
মুদ্রার এপিঠ-ওপিঠ আস্ত বজ্জাত।
জাগলে মানুষ তবেই আসবে নতুন প্রভাত।


দাম্মাম
জ্যৈষ্ঠ ১৪২৪, মে ২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।