আগুন পলাশ
- সুদীপ তন্তুবায় (নীল) ২৬-০৪-২০২৪

(১)
রোহিনী শোনো -
যাচ্ছো যখন এক আঁচল মাটি এনো,
বেশ্যাপাড়ার মাটি ;
আগামী আকাশ বলছে -
পৃথিবী আরও নীল হোক ।

(২)
পায়ের নীচে জ্বলন্ত ইঁটের ভাটা
তবুও রাস্তা সফেদ ;
ভিসুভিয়াস জাগলে পুড়তেই হয় ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।