রঙ্গের মানুষ
- ফয়েজ উল্লাহ রবি ২৬-০৪-২০২৪

“সুন্দর মানুষ”

যেমন তুমি লোক তেমন
নয় তো তোমার লুক!
চেহারাটা সব কিছু নয়
অযথায় করো শুধু শোক।

“বোকা মানুষ”

যেমন তুমি মানুষ তেমন
নয় তো তোমার হুশ!
বিশাল বড় তোপ ভাব যে
শিখছো আজও খেয়ে-খেয়ে ঢুস।

“অংহকারী মানুষ”

যেমন তুমি গর্ব করো
আসলে তেমন তুমি নয়!
অংহকার যার বুক ভরা তার,
হবেই হবে ক্ষয়।

“এবং মানুষ”

“দেখলে দুঃখে কাউকে শোকে
কাঁদে তোমার মন,
সত্যিকারের মানুষ তুমি
বলে সর্ব সৃষ্টিজন”।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।