জানো কি
- এহতেসামুল হক আসিফ চৌধুরী - বৃষ্টিতে অবাস্তবিক অনর্থক ভিজাভিজির কাব্য ২৬-০৪-২০২৪

দক্ষিণা বাতাস বইছে;জানো কি!
আমার এই মন চাইছে ভিজতে;
তোমার সহিত;জানো কি!
ভিজবো মোরা কিছুক্ষণ;
ঘরের দুয়ারে গাইবো;দুজন-
পাখি হয়ে উড়ে যাবো;দূর নির্জনে!





-এহতেসামুল হক আসিফ চৌধুরী
-১৭.০৫.২০১৫ইংরেজি
-মেঘে ঢাকা অলস বিকেলেঃ০৩.৫৬মিঃ/PM
-চিটাগং এর খুব পরিচিত কোনো এক ঘনবসতিপূর্ণ এলাকায়

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।