বাবা তোমায় মনে পড়ে
- হোসাইন মুহম্মদ কবির - প্রভাতী কাব্য ২৬-০৪-২০২৪

বাবা তুমি কোথায় গেলে ভুবন মাঝে আমায় রেখে হারিয়ে, ব্যথাময় আজ এমন কষ্টের দিনে পাই না বাবা তোমায় হাত বাড়িয়ে। হৃদয় গহীনে ঝড় উঠেছে আজ মন নেই ভালো, কোথায় বাবা কেমন আছো একটি বার বলো। আমায় কিছু না বলে কোথায় গেলে চলে -না ফেরার দেশে, বাবা তোমার স্মৃতি যখন মনে পড়ে বক্ষভূমি নয়ন জলে ভাসে। সকল অভিমান ভুলে বাবা এসো ফিরে আর থেকো না নিরুদ্দেশ, তুমি হীন ব্যর্থ স্বপ্ন আমার ব্যথিত হৃদয় কুরে কুরে শেষ। মাঝে মাঝে হঠাৎ চমকে উঠি এই বুঝি বাবা এলো, আর আমি বায়না ধরলাম পাশের গাঁয়ে বইছে মেলা বাবা আমায় নিয়ে চলো। তুমি না এলে বাবা ডাকবো কাকে কে আদরে নেবে আমায় বুকে। মা ডাক কতদিন শুনি না বাবার মুখে না ফেরার দেশে আছো কি তুমি সুখে। আজ আমার মন ভালো নেই মন ভালো নেই। অশ্রুঝরা চোখে একটা কথাই আজ মুখে। বাবা তুমি এসো ফিরে তোমার আপন নীড়ে, বাবা তোমায় মনে পড়ে। ২১/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।