লালটিপ ছুঁয়ে
- সৈয়দ আহসান কবীর - হৃদয়ের সিন্কহোল ২৬-০৪-২০২৪

সব ডানা কেটে ফেলে আবার উড়তে হবে !
কিন্তু কীভাবে, কোন রেখায়, কার আকাশে-
জানি না, বুঝি না। বিষুবীয়তে নাকি কর্কটে
মেরুতে নাকি মরুবালুকায়, কোন নীল-শাদায়
কোন প্রহরায় খেলতে হবে লুকোচুরি;
কোন লালটিপ ছুঁয়ে আলিঙ্গনে নিতে হবে কাকে?
কার আঁচলে বেঁধে দিতে হবে
আমার রক্তের, আমার শৌর্যের সোনারকাঠি!
জানি না কার পাশা খেলায়
হলির রঙ ছুঁয়ে কার সাপলুডুতে
হতে হবে বিষাক্ত এ্যনাকোন্ডার গ্রাস;
সব ডানা কেটে ফেলে
অপরিচিত উড়ন্ত বাতাশে কীভাবে
কোন লক্ষ্যে উড়তে হবে
কীসের প্রত্যাশায়...

শুধু জানি উড়তে হবে, ভাসতে হবে-
রঙ বদলানোর নিয়ন আলোয়,
কোনো এক লালটিপ ছুঁয়ে শপে দিতে হবে
আমার রক্তের, আমার শৌর্যের সোনারকাঠি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।