জোসনার নেকাব
- মোঃহাবিবুর রহমান হাবিব - কবিতা ১০-০৫-২০২৪

# রাতের রং #
------ মোঃহাবিবুর রহমান হাবিব
রাতের বুকে রং লেগেছ
চাপার বনে কে ?
তুমি ? নাকি রাত্রী ? নারী
কাজল কালো মেয়ে।
মেঘের কোলে রং ভাসে,
চাদ ছুয়েছে মন
জোছনা কুড়ায় এ পৃথিবী
সৃষ্টি সাধারণ।
ঝরে নরম চাদের পরম
ধুয়ে চাপার গা
রাত্রী ছুটে ভোরের মোহে
বাসর নারীর পা !
রাত্রী টানে; আলোর বান
পুলক ছড়ায় মনে
চাপার বনে গন্ধ শুকি
প্রেম পিয়াসি মনে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।