# বাংলার মুখ #
- মোঃহাবিবুর রহমান হাবিব - জোসনার নেকাব ১০-০৫-২০২৪

স্বপ্ন ডানার মত একাকী আকাশ
রাতের কিনারে জাগে প্রতিক্ষিত চোখ
ছুঁয়ে যায় ঝিঁঝিঁদের ডানা অবিরাম
রাতভর ডাহুকের বিরহের গান -
গাঢ় সবুজের বুকে খুঁজি আমি তারে
কার্তিকের নবান্নের দেশে এসেছিল রাজকন্যা এক
সারাটি গায়ে মেখে সবুজের ঘাম
চাঁদের জোছনা যার ধুয়ে দেয় গা
প্রভাতি আলো সব ফিকে হয়ে যায়
বাংলার কাঁঠালের সুপারির ছায়
অবিরাম ভিজিতেছে চুমোয় তাহার
শিমুলের শাখে জাগে রক্তিম ঠোঁট
ছুঁয়ে যায় ফণিমনসা বুনোফুল যত
দোয়েলের শিসে জাগে বাংলার মুখ ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।