ফিরে এসো
- মোঃহাবিবুর রহমান হাবিব - জোসনার নেকাব ১০-০৫-২০২৪

হাবিবুর রহমান হাবিব
যদি পার ফিরে এসো-এখানে আবার
যখন ঝরে পড়ে তেঁতো রোঁদ শান্ত বিকেলে,
নিভে যায় সূর্য্যটা সাকোয়ার জলে-
নরম বাতাসে দোলে কুমারির কেশ
এখানে অবিরাম অবসর-চোখে চোখ রাখিবার
নিঃসীম আকাশের মত নিরঙ্কুশ অধিকার ভালবাসিবার।
ঘরে ফেরা পাখিরা;বুনো বালিহাঁস
জেগে ওঠে একবুক-নক্ষত্রের আকাশ ।
যদি পার ফিরে এসো-স্নিগ্ধ মায়ায়
নির্জণ ঝিঁঝিঁ ডাকা সবুজ ছায়ায়;
একমুঠো ঝরে নীল,বৃষ্টি বুনোট
প্রজাপতি আঁকে ফুলে রমণীর ঠোঁট ।
ফিরে এসো সন্ধ্যার আলো ঝরা মাঠে
দু জনে ভাসাব ভেলা অজানার ঘাটে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।