উপসংহার
- হাসান ইমতি ২৬-০৪-২০২৪

স্পর্শের স্পর্ধায় থেকেও
কেউ কেউ আরাধ্য নয়,
দুরত্বের দৈঘ্য মাড়িয়েও
প্রিয় ভাবনায় বাঁচে হৃদয়।

নৈকট্যের শীতে কুয়াশা নিঃশ্বাস,
বিরহের ওম ভাঙে পারদ,
ছুঁতে গেলে তুই আকাশ,
পালাতে চাইলে গারদ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।