ফতোয়া
- মঈন মুরসালিন ২৭-০৪-২০২৪

সুদ ঘুষ আর যাই বলো
ডানে কিংবা বামেই চলো
কার্য শেষে দাও ছেড়ে দাও
ছদকা ও নজরানা
তখন তুমি ফতোয়া পাবে
শুকরানা শুকরানা।

হালাল র“জির পুঁজি করে
রাখো যদি আপন ঘরে
ছদকাখোরের প্রতি যদি
করো তুমি না না
তখন তুমি ফতোয়া পাবে
কুফরানা কুফরানা ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।