ছা্ত্র তুমি আলো তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা ২৭-০৪-২০২৪

ছাত্র তুমি আলো তুমি জাতির কর্ণ্ধার
জ্ঞানের আলয় ধর হাল হওরে জাতির বীর
তোমার দিকে চেয়ে সবে জাগবে তুমি এবার
লেখা পড়ার এইতো সময় স্বপ্ন আশা নীড়
মন দিয়ে পড় তুমি যুদ্ধে হওরে পার
কেবা আছে রুখে তোমায় - ওরে দূর্বার !
এইতো সময় পড় বেশী দিবা নিশি ভোর
তোমার প্রেমে জাগও সদা জগত পরিবার
হাসাও জাতি হাস তুমি উড়াও নিশান মার
ছাত্র তুমি আলো তুমি কর দুর আঁধার
আজকের তুমি আগামীর আলো নাইতো ভাগীদার ।
ফিরে এসো সঠিক পথে ভ্রান্ত যত ছেড়ে
রাখবে মনে তোমার পিছুন ওরা সদা তেড়ে
তোমার আলোয় দেও পুড়ে অশুর যত উড়ে ।
ছাত্র তুমি আলো তুমি মায়ের স্বপ্ন জুড়ে ।
----------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।