তোরই নৌকা চাই যে দেখি
- মোঃ আমিনুল এহছান মোল্লা ২৭-০৪-২০২৪

আঁকা বাঁকা পথ বর্ণিল সাজে ওলি গলি সবখানে
কান্ডারী তুই নৌয়ের মাঝি রণ দাড় টেনে টেনে
নৌ পাল উড়ে স্বপ্নীল সুরে জনতার গানে গানে ।
মৈত্রীর নদে ভাসে তরী ঐ
তোরই ডাক শুনে শুনে।

বঞ্চিত জনের পথ হারা মায়ের সম্মুখ রণে রণে
পিতার কনে সাহসী মেয়ে তুই যাস বুঁনে বুঁনে
মায়ের কোলে মুক্তির আলো পথ ঘাট জনে জনে
কাংখিত ধ্বনি পিতার নৌয়ে বাজে সুর কানে কানে ।

উল্লাসে কত তোর পানে চেয়ে জাগবি তীরে তীরে
করবি নোঙ্গর পিতার পথে সেই পাল উড়ে উড়ে
ষড় জাল ছিড়ে গড়বি মারে জনতার সুরে সুরে
তুই যে পিতার সাহসী মেয়ে
আজও যাস দৌড়ে দৌড়ে ।

তোরই নৌকা চাই যে দেখি বাংলার হৃদে হৃদে
প্রবীণ- নবীণ মিলন হ্রদের উত্তাল কাঁধে কাঁধে ।
তুই যে মাঝি লাল-সবুজের কেবা আর কাঁদে ?
উড়াবি পাল হাসাবি সবে ঘুচাবি জাতির ক্ষিধে ।
-----------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।