আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!
- মোঃ আমিনুল এহছান মোল্লা - স্মৃতি ২৬-০৪-২০২৪

যদি শিক্ষিত হও, আমি আলিঙ্গনে ভালবাসা দিবো
আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!
তোমার প্রেমে এই বাংলাদেশ
স্বপ্নের প্রতিপদে উড়াবো বিজয়ী নিশান
দিক দিগন্তের প্রান্তরে বুক উঁচিয়ে
এ আমারই স্পর্শ্ তোমাদের প্রতি ।
যদি শিক্ষিত হও, আমি আলিঙ্গনে ভালবাসা দিবো
আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!

মুক্তি যুদ্ধের চাপ চাপ রক্ত
লুণ্ঠিত মায়ের ইজ্জতের দাম
এখনো শোধ হয়নি ,শ্রেষ্ঠ সন্তানদের রক্ত স্নান বির্স্জন
এখনো মায়ের বুকে
কিশোর কিশোরীরা ভ্রান্ত পথে-

দেশদ্রোহীরা, ভয়ঙ্কর !
শহরে বন্দরে মাদক দ্রব্যের হিংস্র থাবা
বিপথে কিশোর কিশোরীরা, তবু এক একটি কুচক্রিমহল
পথে ঘাটে অলি গলি মরণ নেশা কিংবা অস্রের মহরা
তরুণ তরুণীর জ্ঞান তটে আমবস্যার অশনি খেলা
ক্ষমতার মসনদে ঐ স্বার্থ্ লোভী অজ্ঞদের মেলা
ক্ষমতার দম্ভে অগ্নি বিস্ফোরণ
রাজনৈতিক মঞ্চে কান্ডারীদের ছদ্মবেশ
দিবা নিশি কম্পিত তরুণ তরুণীর ভবিষ্যৎ
এ আমারই মরণ ফাঁদ আগামীর স্বপ্ন ঘিরে !
যদি শিক্ষিত হও, আমি আলিঙ্গনে ভালবাসা দিবো
আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!


ভ্রান্ত দর্শণে কত তরুণ তরুণী ঝরে জীবন প্রাতে
স্বপ্ন ভেঙ্গে খালি কর মায়ের বুক
আমি কি সহ্য করতে পারি এ সব?
স্বপ্ন, তুমি এত প্রতারক?
আজ তোমাকে দেখিনা জ্ঞান অর্জনের বিদ্যাপিঠে
খাতা কলম বই হাতে পড়ার টেবিলে!
রক্ত পিপাষু ঘাতকের মত তুমি ছুটেছো ওদের পাশে
কিন্তু আমি চাই শিউলি ফুলের মত সব সন্তানের হাসি
চাইনা ,মদ গাজা ইয়াবা ভঙ্গুর কিশোর কিশোরী
উড়ে বেড়াক তোমাদের পাখা দিক থেকে দিগন্তে
পারবে তো ?
তোমার প্রেমে এই বাংলাদেশ
স্বপ্নের প্রতিপদে উড়বো বিজয়ী নিশান
দিক দিগন্তের প্রান্তরে বুক উঁচিয়ে
যদি শিক্ষিত হও, আমি আলিঙ্গনে ভালবাসা দিবো
আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!
-------------------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।