কিশলয়
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৬-০৪-২০২৪

হেঁটে হেঁটে পথ গেছে বেঁকে
তারপর সেই সীমানায়;
আজ কিছু স্মৃতি যাই রেখে
যদি মনে তার দেখা পাই।

গাছে গাছে নব কিশলয়
কোথাও বা রঙিন মুকুল;
সারাদেশ আজ শোভাময়
বাতাসেতে ভেসেছে দুকূল।

চেনা পথে আজ তুমি এলে
পরনে সে হলুদ বসন;
সূর্য আভা পড়িতেছে ঢলে
প্রকৃতিতে তোমার ভূষণ।

একবার চাও দেখি ফিরে
সোহাগেতে পড়িল নজর;
এ বসন্ত রেখেছে যে ঘিরে
আমাকে করিয়াছে অমর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।