কল্পনা
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৭-০৪-২০২৪

সকাল বিকাল ধরে আসা
মোর ছিল শত শত কাজ;
রোদ ঝড় বাদলেতে ভাসা
শীতের হাওয়া আনে লাজ।

নিত্য দিনে শত চলাচল
মনের ঘর ছিল ছাওয়া;
মধু কথায় ইচ্ছা সকল
সময়ে আজ কাছে পাওয়া।

আকাশেতে কতই কল্পনা
আছো তুমি নীরব গহিনে;
তোমা মাঝেতে মোর জল্পনা
কান্নায় দিন কাটে বিহনে।

মনে মনে খেলা করি একা
ঘুম থেকে উঠেছি প্রভাতে;
পিছনের মনে পাই দেখা
তোমারে যাব আমি জাগাতে।
---------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।