জীবন
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৭-০৪-২০২৪

আজকের সব ফুল মালা
অবেলায় হবে সব বাসি;
এত সব সারিসারি ডালা
কাল কোথা চলে যাবে ভাসি।

থাকে সব সবুজ ধরন
মনে মনে জমে আছে তাই;
ফুলে ফুলে করে যে বরণ
দেখি বসে সকলি হারায়।

যে ফুল রয়েছে আজ শাখে
ধরা আছে কতই যৌবন;
কে বা তারে ধরে বেঁধে রাখে
সকলি যে মিলাবে কখন।

এ সময় চলে যায় ধেয়ে
মাঝে মাঝে আসিছে প্লাবন;
তারাখসা তবু দেখি চেয়ে
আমাতেই তোমার জীবন।
------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।