কবি
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৬-০৪-২০২৪

কবিরও তো পরান আছে
আমাদের মতো সে মানুষ;
শিশিরের শব্দে প্রাণ নাচে
রাখে প্রতিশ্রুতির ফানুস।

কবি রাখে কলমের জোর
সত্যকেই আজ খুঁজে ফিরি;
কবিই আনে নতুন ভোর
প্রকৃতির নিত্য কারিগরি।

কবির সৃষ্টি নিয়ম করে
সাজায়েছে ঘর দুই বেলা;
কবির ক্ষুধা তো প্রাণ তরে
আপনার মনে তার খেলা।

দেখেছে আকাশ দেখে বৃষ্টি
বসন্তের লাল পলাশ;
কবির চোখে প্রেমের দৃষ্টি
ভালোবাসা থাকে বারোমাস।
--------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।