দৃষ্টিকথা
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৬-০৪-২০২৪

আজ চোখেতে এনেছ জল
বুক ভরা কতই বিষাদ;
মোরে বলেছ কথা সকল
যেন হৃদয়ের অনুবাদ।

হাত ধরে চলো পথ হাঁটি
হেঁটে যায় নতুনের দেশে;
আজ তুমি কত পরিপাটি
আঁখি জলে গিয়েছ যে ভেসে।

হৃদয়েতে আজ কত পদ্য
লিখে যাব তোমার আঁখিতে;
ভাবনায় আমি আজ সদ্য
পারিব কি তোমাকে রাখিতে!

মন জুড়ে তব দৃষ্টিকথা
আমারে ডুবালো ভাবনায়;
ওই মনে আজ কত ব্যথা
সব যাবে মোর সান্ত্বনায়।
-----

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।