আজো প্রতীক্ষায় তাই প্রহরবিহীন
- মোঃ আমিনুল এহছান মোল্লা - লাল পদ্ম ২৬-০৪-২০২৪

যে স্বাধীনতা আসার কথা সে স্বাধীনতা আসেনি
এখনো প্রতীক্ষায়, এখনো প্রতীক্ষায়!
প্রতিদিন সূর্য্ ডোবে গোধূলীর আভায়
সব নিভিয়ে মা একা একা ধূসর বর্ণিল মুখে
হাসির কখা হাসেনি নিভৃতে অশ্রু ঝরায়
যে স্বাধীনতা আসার কখা আসেনি।

লাল সবুজের ভিতর অশনি সংকেত অশনি সুর
প্রেমিকের মিথ্যে ধ্বনি সত্য বিকৃতির হুলুস্থুল
আর বুঝি প্রেমিকের ইচ্ছে নেই
আর বুঝি প্রেমিকার ব্যাকুলতা নেই
হৃদয় মন্দিরের ভেলকুনিতে ভূঁতেরা মত্ত নাচে
এখনো কি তারা প্রেমের ডাক শুনেনি?


যে স্বাধীনতা আসার কখা আসেনি।
প্রেম যেন বিপথে রক্ত ঝরাতে ঝরাতে নিথর প্রাণ
দুর্নীতি যেন সন্তানের রন্ধে রন্ধে মিছে আছে অপমান
স্বাধীনতার পূর্ণতা যেন সবটুকু খালি
পিঞ্জরে ধুধু বালুচর আর চোরাবালি
অথচ মুক্তির জন্যে -স্বাধীনতার জন্যে -কতইনা বলিদান !
আজো প্রতীক্ষায় তাই প্রহরবিহীন
ফিরে আসুক দেশ প্রেম সর্বজনীন ।
------------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।