জন্ম দিতে হয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা - লাল পদ্ম ২৬-০৪-২০২৪

নৈতিক চরিত্র নিয়ে মানুষের জম্ম হয় না
জন্ম দিতে হয়-
মানুষের ভালোবাসার কোন যবনিকা হয় না
মৃত্য হয় না-
কেননা মানুষ বিধি প্রেমের নির্যাসে তৈরী অবয়ব
স্রষ্টার সেরা সৃষ্টি ।
মানুষকে কেউ তুচ্ছ করেনি,সৃষ্টির
সেরা সে প্রভূর দাসত্বে।
তার অমরত্ব কেউ দেয়নি,আপন কর্মে
ধরণীর বুকে অবিনশ্বর কিংবা নশ্বর!!
তার স্পর্শ্ হৃদয় থেকে হৃদয়ে
প্রেমের উচ্ছাস যেন মানব মুক্তির সোপান ।
অথচ মানুষ আঁধারকে আলো ভেবেছে, সে আলোয়
মুক্তি খোঁজেছে…
ক্ষণিকের মোহে সুখ দেখেছে, সে সুখ
আজ নরকে চলেছে…
অন্ধকারে আলো দেখা সহজ ভেবে ঘূর্ণিমায়ায়
অন্ধকারে মিশে থেকেছে..
কেউ মানুষকে শিরোপা দেয়নি,কেউ এগিয়ে আসেনি
যদি না আপনকর্মে মানুষ জিতেছে
সত্যের দাসত্বই মুক্তি দেয়, কেউ হারাতে পারে না
মানুষের অমরত্ব কর্মে, যে সত্যকে ভালবেসেছে
বিপদের কোন ভয় হয় না
নৈতিক চরিত্র নিয়ে মানুষের জম্ম হয় না
জন্ম দিতে হয়-
-----------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।