লোভী গ্রাহক
- মাহদী হাসান ২৭-০৪-২০২৪

পীরের পোলা খাইলো ধরা
ধর্ম মানা দেশে,
মাল্টিলেভেল ব্যবসা করে
সুফিয়ানা বেশে!

বংশ বেচা লেবাসদারি
প্রতারকের ফাঁদে,
লোভী গ্রাহক নিত্যদিনই
পথে বসে কাঁদে।

আমরা গ্রাহক বড্ড লোভী
ডাবল টাকার লোভে,
জায়গা জমিন বেইচা আনি
এখন মরি ক্ষোভে!

এসব কিছুর রেজিস্ট্রেশন
দেয় কাহারা জানো?
চুনোপুঁটি ধরার আগে
সামনে তাগো আনো।

রাঘববোয়াল ধরলে পরে
চুনোপুঁটি যাবে,
সবার আগে লোভী গ্রাহক
লোভ নিজে সামলাবে!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।