সুখের আসায়
- প্রদীপ চন্দ্র দাস (রাজ) - অপ্রকাশিত ০৬-০৫-২০২৪

গরিফ ঘরে জন্ম আমার
আরো হয়েছি কালো
সবাই আমায় করে ঘৃনা
কেও ভাসেনা ভালো।
সুখ আমার পরম শুত্রু
দুঃখ আমার সাথী
এতো কষ্ঠ বুকের ভিতর
কেমন করে রাখি?
ছোট আমার টিনের ঘর
ভাঙ্গাঁ তার ও ভেড়া
কেমন করে সুখে থাকি
বলো বলো।। বিধাতা?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।