ওরা খুনি ধার্মিক না
- কাজী জুবেরী মোস্তাক ২৭-০৪-২০২৪

খুনিদের কখনো কোন ধর্ম হয়না
ওরা মানুষ না মানুষ রুপী হায়েনা,
ওরা ধার্মিক নয় ধর্মের লেবাসধারী
ওরা জানে ধর্মের যতো ছলচাতুরি
তাইতো ওরা ধর্মের নামে করে চুরি ৷
একজন খুনি কি করে ধার্মিক হয়
ওরাতো ধার্মিকের রুপে ধর্মান্ধ হয় ,
মানুষ হয়ে যারা মানুষকে খুন করে
মানবতা কখনো থাকেনা সে অন্তরে
আর মানুষ্যত্বহীন ধর্ম দিয়ে কি হবে ?
ওরা খুনি ওরা ধার্মিক কি করে হয়
মানুষ খুন করে হয়নাকো ধর্মের জয়,
ধর্মকে যদি তুমি সত্যিই বাসো ভালো
হত্যা নয় তবে মানুষকেই ভালোবাসো
মানুষই জ্বালবে তোমার ধর্মের আলো ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।