রক্তিম পাতায় এ কি লেখা!
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৭-০৪-২০২৪

অগ্নির পরে অগ্নি জ্বলেছে,অগ্নির নাহি শেষ
রক্ত চুষেছে বসত পুড়েছে ছিড়েছে নারীর কেশ।
রুগ্ন গায়ে শূল বিঁধেছে সুচির হায়েনা ঝাঁক,
অস্র মুখে প্রাণ কেড়েছে আকাশের হিংস্র কাক।
বর্মি তটে জাহেলী হায়েনা মেতেছে নিধন খেলা,
আপন নীড়ে সব খুয়েছে দেখেনা বিশ্ব ওয়ালা।
আরাকান বুকে জল্লাদ কারা রোহিঙ্গা তারাবার,
মানবিক আলো বিমূখ হয়ে চুপছে থাকে আর?
বঞ্চিত প্রাণে অকোপট লিখে বাংলাদেশের ছড়া,
লাল-সবুজের পরশ যেন মায়া মমতায় ভরা।

নিধনের পরে নিধন চলেছে নিধনের নাহি শেষ,
হৃদয় কোণে নিষ্ঠুর খেলা এ কোন বর্ব্র দেশ?
আপন হতে নাফ তরঙ্গে ভাসছে সোনামণি!
রক্তিম পাতায় এ কি লেখা প্রেমের লিপিখানি!
কচি কচি স্বপ্নের তারা ডুবছে নিশি ভোরে,
দিবস বেলার স্পর্শগুলো আঁধার চক্রে ঘুরে,
বাংলা তরে কাঁদো কাঁদো রোহিঙ্গা এসে ভেড়ে
শিশু নারীর দল এসেছে বার্মার মাটি ছেড়ে।
এই বুকেতে রোহাঙ্গিদারে নেইকো অধিকার,
তবু জাগে বুকের হাড়ে এ কি অবিচার!

লাশের পরে লাশ গেছে লাশের নাহি শেষ,
কত অচেনা পথ পেরিয়ে চিনেছে বাংলাদেশ।
প্রেম সাগরে ঢেউ তুলেছে মানবতার মায়,
গৃহ হারা দুঃখী এসে বাংলার বুক ছড়ায়।
দুঃখের সুখী সব হারায়ে ক্ষণিক আশ্রয় তীরে,
আপন নীড়ে হাসি মুখে কখন যাবে ফিরে?
রক্তিম পাতায় এ কি লেখা প্রেমের লিপিখানি!
কত মিনার-সৌধ চূড়া- আনবে জগত টানি।
----------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

mdmusa
২৮-০৯-২০১৭ ১৩:৩৬ মিঃ

ভাল লাগছে।