বেসামাল হয়োনা
- কাজী জুবেরী মোস্তাক ২৬-০৪-২০২৪

কন্যা তুমি বেসামাল হয়োনা
শুনে ওদের মিছে মায়া কান্না ,
ওরা আসলেই ভালোবাসে না
সব ওদের আবেগী প্রতারনা ৷
ভালবাসার অভিনয় করে সে
বাহানাও করে ফাঁদে ফেলতে ,
কন্যা যদি তুমি পর সে ফাঁদে
কিছুদিন পরে ডেটিং করবে ৷
ঘর বাঁধার রঙিন স্বপ্নও হবে
অলীক স্বপ্নে ভেঁসে বেড়াবে ,
অতঃপর তুমি কিন্তু ব্লক হবে
সেলফোন নাম্বারও বন্ধ পাবে ৷
ঠিক ততদিনে শুরু হয়ে গেছে
গাছের জন্ম তোমার শরীরে ,
যা দিয়েছিলো সেই ডেটিংয়ে
সে চিহ্ন তুমি মুছবে কি করে ?
সমাজ সংসার ঈজ্জত বাঁচাতে
তুমি আত্মহত্যাকে বেছে নিবে ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।