হৃদয়ের কথা
- মোঃ হোসাইন জাকের ২৬-০৪-২০২৪

হৃদয়ের কথা যায় না শোনা,
ইঙ্গিতে নিতে হয় বুঝি/
হৃদয়ের কথা হবে তো জানা,
ভালোবাসা দিলে আজি/
থাকবে সারা হৃদয় জুড়ে,
কাননের ফোটে রবে ফুল/
নোঙ্গর করবে প্রেম তরী,
ভুল করে ভুলে যেও না এ কুল/
ভাবছো, অচেনা হাতে রেখে হাত,
হেঁটে যাবে কি পাশাপাশি?
খোলা জানালায় দেখে আকাশের চাঁদ,
জোনাকিরা সঙ্গী হয়ে রবে কাছাকাছি/
তারাগুলো ও আলো দেবে মিটিমিটি,
বিশাল আকাশ জুড়ে/
নারিকেল পাতায় শিশির ঝরবে,
বিন্দু বিন্দু হয়ে রাত শেষে ভোরে/
সব কথা শেষে, পাশ ফিরে বসে,
নয়নে নয়ন রেখে, ইশারায় হেসে হেসে/
হদয় ভেঙ্গে গড়েছো আবার ভালোবেসে//

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।