রাতের ক্ষত
- বৈশালী গাঙ্গুলী ২৭-০৪-২০২৪

রাত কাটে না শুধুই হিসাব করছে হার-জিত, আছে এখন চারপাশ জুড়ে একরাশ গভীর ক্ষত- স্মৃতি ঢেকে রক্তক্ষরণ ছেড়ে রেখেছে মতামত। চারপাশে কত শত আলোর ভীড়, সিঁড়ি বেয়ে চলেছে কীটে ভর্তি গাছের নীড়। ঘন কালো এককী রাতকে, দিনের অপেক্ষায় করেছে অধীর। উজ্জ্বল, চকচকে বাতি স্পর্ধায় জ্বলে আনমনে- ছুটে চলেছে যন্ত্রনা শরীরী আস্তরণে। মনের তলানী ছিন্নভিন্ন হয়েছে সমর্পণে। কেন যে মনে হয় সে আছে, যেন নিজের রঙের বহরে উদ্দাম নৃত্য নাচে। দিগন্তের আকাশ আজ চোখের ভেতরে- বড্ড কাছে। ===========================

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।