কে সে?
- শাওন মল্লিক - সুরঞ্জনা বলে সেই মেয়েটি ২৭-০৪-২০২৪

তার কালো চোখে কাজল ছিল না, না পাওয়া ছিল—গাঢ়; সেই কাঁপা ঠোঁটে নিষেধ ছিল না, আহ্বান ছিল —আরও  আমার গল্পগুলো যাচ্ছে চলে- ব্যথার সুনীল অন্তরালে, সুপ্তমেঘের জলে। রাত বিছানায় জোৎস্না ঘুমায়- সিক্ত আঁধার ভুল ঠিকানায়, দিচ্ছে চুমু ঢেলে...  সুরঞ্জনা তুমি পূবের জানালায় সুভাষিত গন্ধরাজ হও আমি অন্তরীক্ষে হাওয়ার নৌকোয় মন ভাসাই, ছোঁয়া ছোঁয়ির ইচ্ছেটা আজ পূর্ণতা পাক । চল, আজ অসময়ের গান ধরি বেসুরে গলায় ভাসি সুরের যেখানে নাই ছড়াছড়ি, থাকবে শুধু তোর-আমার হাসাহাসি 

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

shawonmallick6950
২৭-০৭-২০১৮ ১২:৩৬ মিঃ

চেষ্টায় আছি! ভালো হলে জানাবেন