পর্ব_০৪
- শাওন মল্লিক - বিব্ভ্রম, অভ্যাস, অলিকতা! ২৬-০৪-২০২৪

তার চেয়ে বরং বুক ভরে নিঃশ্বাস নাও
বুকে হাত দিয়ে নিজের
হৃদপিন্ড স্পর্শ কর,
নিজেকে অনুভব কর সম্পূর্ণ নতুন করে,
ক্ষনিকের তরে প্রকৃতির
গভীর ষড়যন্ত্র ভেঙ্গে দাও
একটি ফুলের কাছে ছুটে যাও,
বুক ভরে ঘ্রাণ নাও,
সেই ফুল হাতে ছুটে যাও ভালবাসার মানুষের কাছে
নির্দিধায় বলে দাও হৃদয়ের
যত কথা আছে,
তার বুকে কান পেতে শুনে নাও
জন্ম অথবা পুনর্জন্মের কথা
প্রাণ ভরে উপভোগ করো
পৃথিবীর মায়া,
মোহ, ভ্রম; বিব্ভ্রম, অভ্যাস, অলিকতা!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

shawonmallick6950
২৫-০১-২০১৮ ১৭:৩৭ মিঃ

চেষ্টায় আছি ভালো হলে জানাবেন