এই বেশ ভালো আছি
- নিগার সুলতানা রুমি ২৬-০৪-২০২৪

এই বেশ ভালো আছি
একা একা দিন
কষ্টে বিবর্ণ,মলিন
তবু হাসি মুখে বেশ আছি।

এত দাম দিয়ে কেনা
কষ্টের ঠিকানা,
ভোলা কি সহজ অত?
যতই প্রলেপ লাগাই,
পরক্ষণেই জাগে আরেক নতুন ক্ষত।

সময়ে ক্ষত পূরন হবে জানি,
দাগ হয়ে থেকে যাবে স্মৃতিখানি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।