আবেদন
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

অন্তর আত্মার খোঁজ সবাই রাখতে যে
পারে না; বিধাতা তাঁর সৃষ্টিকে বুদ্ধিতে,
মননে ভিন্নতা দিয়ে সৃষ্টি করেছেন।
নিজেকে গুছিয়ে রাখা, নিজের কর্মকে
বিন্যস্ত রাখাটা খুব প্রয়োজন বৈকি!
প্রকৃতি যেমন তার নিয়মে অভ্যস্ত;
অথচ মনুষ্য কৃষ্টি কোথাও যেন তা
আটকা পরে থাকে কারো ছলনায়!
হয়তোবা তাঁরই সৃষ্টি, তাঁরই চালনা-
খুব সূক্ষ্মভাবে সম বন্টনে আবদ্ধ।
সর্বংসহা যেন তাঁর সৃষ্টির শ্রেষ্ঠত্ব-
মনুষ্য জাতিকে নিজ পরিচালনায়
নিখুঁত রাখেন! ভবে আপন কর্মেই
প্রগাঢ় উৎকর্ষ তব থাকুক হৃদয়ে।

তাং - ১৩/০৩/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।