ঠকছি শুধু
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

সব কিছুতে ঠকছি শুধু
জীবন পথের মঞ্চে,
সত্য মিথ্যার যত নাটক
চলছে রঙ্গমঞ্চে।

বদলে গেছে মানুষরূপী
আত্মাদর্শ মননে,
বড় হওয়ার মোহে ছুটে
আত্মহনন চিন্তনে।

শিক্ষালয় আজ কুক্ষিগত
জ্ঞানেন্দ্রিয় ঠনঠনে,
কেমন করে গড়বে জাতি
ভবিষ্যৎকাল বপনে।

খাদ্যগুণে যতো ভেজাল
টাটকা জিনিষ নেইকো আজ,
খাঁটি জিনিষ কোথায় পাবো
সবখানে আজ ফাঁকিবাজ।

প্রতারিত হচ্ছে মানুষ
ঠকছে এদিক ওদিক,
লজ্জাশরম নেই যে লোকের
কলিযুগে সঠিক।

চিকিৎসা এক মহৎপেশা,
সর্বজনে জানে,
সেবার নামে চলছে শুধু
টাকা উপার্জনে।

দূষণে আজ জীবন নদী
খাঁটি জলের অভাব,
ঠকার রাজ্যে ভালো মানুষ
পাল্টে দেবে স্বভাব।

তাং - ০৪/০৪/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।