চৈতী
- মোহাম্মদ রোকনুজ্জামান রীপন - কিছু কথা কিছু ব্যাথা ২৭-০৪-২০২৪

বসন্তের অবসানে
পিক পাপিয়ার কলতানে
সারা নিশি যাচ্ছে কেটে
ভাবিয়া নিরজনে
নিদ্রা তবু আসছেনাকো দু’লোচনে
রাত্রি বুঝি নাইকো আর বেশী
ক্ষণিক পরেই ফুটবে বুঝি
সোনালী দিনের হাঁসি
উঠিয়ে শির কান পেতে শুনি
নিশীথ সমীরণে বাঁজিছে আজি
এ কোন করূণ ধ্বনি
একি এ যেন কারো বিদায়বাণী
দখিনা মলয়ে বাতায়নে বইছে বুঝি
কোন এক নিঃসঙ্গতার আবাস
ঝির ঝির বাতাসে ভাসছে যেন
ঝড়া ফুলের স্নিগ্দ সুবাস
একে এক নিভে যাচ্ছে যেন
আকাশের মিটিমিটি তারাগুলো
ভোরের আহ্বানে আঁধার কেটে
যতই হচ্ছে নিশীথের অবসান
চেয়ে দেখি জানালার ওপাশ
মহাসৌরভে ফটিছে সব পুস্পমঞ্জুরী
এর মাঝে অনেক খুঁজেছি তোমায়
কিন্ত কই পাইনিতো কোথাও
তবে কি তুমি নিয়েছো বিদায় ?
যেয়ো না প্রিয়া, একটু দাড়াও
যেয়োনা মোর প্রিয়া বাসন্তী মালতী
যাওয়ার আগে দাও কথা দাও
আবার ফিরে আসছো তো
ওগো মোর প্রাণ প্রেয়সী চৈতী।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।