এক অনুপম বার্তা বিধাতার
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৭-০৪-২০২৪

ঐ ইসলামের জ্যোতিময় পাঁপড়ি খুলে
মানবের এ –মন- বলিয়ান ভাই ফুটেছে আজ ফুলে ।

এই মুমিন বিশ্বাসী ঘাত-প্রতিঘাতে
নামাজ রোজার সাথে
প্রাণকে সর্মাপণ করেছে তাতে
কাল হশরের মুক্তিতে
বিজয়ী মুমিন উল্লাসে নেচে উঠে তার সাক্ষাতে ।

আল্লাহ রহমতে বাতিলেরা পারে নাকো মুমিনের ফুলে.
কোন বিষাক্ত শূল বিধাতে মধুময় পাঁপড়ি খুলে খুলে
যতক্ষন নতশিরে মুমিনের দেহ প্রাণ ইসলামের পালে
তার মুক্তিতে বিধতা শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে ।

ঐ ইসলাম ফুলের সুগন্ধি তার,
অনন্ত হাশরে শক্তি অপরাজিতার,
ইমান, নামাজ ,রোজা ,হ্বজ্জ ,যাকাত আর
এক অনুপম বার্তা বিধাতার ।

আল্লাহ চিনেছে মুমিন পঞ্চ খুঁটির ইশারায় গোলামের পরতে পরতে ।
ঐ ইসলামের জ্যোতিময় পাঁপড়ি খুলে
মানবের এ –মন- বলিয়ান ভাই ফুটেছে আজ ফুলে ।
------------------------------------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।