রমজান
- মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ২৬-০৪-২০২৪

বছর ঘুরে আসছে আবার পবিত্র রমজান
সবার রাখতে হবে রোজা
এবার শক্ত করে বাঁধতে হবে ঈমান।
বিশ্বের সকল মমিন মুসলমান,
ধরতে হবে নামাজ রোজা করে সহি নিয়ত
দিতে হবে ন্যায্য যাকাত।
করতে হবে বেশী বেশী কোরআন তেলওয়াত
রহমত, বরকত আর নাজাত
তিন ফজিলতের বার্তা নিয়ে
আসছে আবার পবিত্র রমজান
শেষ রাতে সেহরী খেয়ে
সারাটি দিনই থাকতে হবে উপবাস
সেতো বেশী দিন নয়
বছরে মাত্র একটি মাস
ত্রিশটি দিন সময়।
ত্যাগ, মহিমা আর সংযমের শিক্ষা নিয়ে
এলো এবার পবিত্র রমজান।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।