নিসর্গ মাধুরী
- উত্তম চক্রবর্তী ২৭-০৪-২০২৪

আজ আকাশের নিকটে কালো মেঘের
বিরূপতা নেই,
সোনালী সূর্যের আলোতেই
আলোকিত সেই।

সবুজ প্রকৃতি সতেজেই সালোকসংশ্লেষণী
প্রক্রিয়ায়,
ব্যস্ত বেশ রূপের মায়ায়!
নীলাকাশ অতিব নির্মল অনাবৃত
কালো মেঘ থেকে,
তাইতো আজ দিনমণির প্রখরতা
অনুভবে লোকে।

খালবিলে সামান্য পানিতে মাছ শিকারে
মগ্ন সাদা বক,
জেলেরাও জলাশয়ে নেমে ঠেলাজালে
মাছ মারা শখ।

রিক্সা চালক ঘর্মাক্ত দেহে হয় ক্লান্ত,
গাছের তলে বসে জুড়ায় মনঃপ্রাণ শান্ত।
উঠোনের আমগাছে কাঁচাপাকা
আম ঝুলে আছে,
কোন এক জৈষ্ঠ্যের বাতাসে ঝড়ে
পড়ে যাবে নীচে।

লিচু কাঁঠালের এই দ্বিপ্রহরে ঘুম
ঘুম নেশা জাগে,
প্রকৃতির অপার মহিমা
মুক্ত অনুরাগে!


তাং - ০৭/০৬/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।