শুভশুভ রথযাত্রা
- উত্তম চক্রবর্তী ২৭-০৪-২০২৪

আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে,
ধুমধামে আয়োজিত জগতের নাথে।
জগন্নাথদেবের যে শুভ রথযাত্রা,
ভক্তজন সমাগম খুশি অতিমাত্রা।

নীলাচলে আছে প্রভু মহালক্ষ্মী সাথে,
সহোদর বলরাম ও সুভদ্রা তাতে।
দেবশিল্পী বিশ্বকর্মা গড়িলেন মূর্তি,
পূজিবে ভক্তরা আজ কৃষ্ণের এ কীর্তি।

কাঠের মূর্তিতে হবে পূজিত ঠাকুর,
বিরাট রথের মধ্যে নিয়ে যাবে দূর।
ভক্তেরা টানবে রথ পুণ্য যে অর্জনে,
মাসির বাড়িতে যাবে জগন্নাথ সনে।


তাং -১৪/০৭/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।