শীতের বুড়ি
- বিচিত্র কুমার ২৭-০৪-২০২৪

শীতের বুড়ি এলো ফিরে
চাদর গায়ে দিয়ে,
ঘন কুয়াশা আর
কনকনে ঠান্ডা সঙ্গে নিয়ে।
.
যায় না দেখা সুদূরে
ঝাপছা গাছপালা,
সূর্য মামা লেপে শুয়ে
বয়ে যায় বেলা।
.
সরিষা ফুল আর মটরশুঁটি
থরথরিয়ে কাঁপে,
শীতের ছোঁয়া তীব্র পেয়ে
সবাই সূর্য মামাকে ডাকে?
.
নিজ বাড়ি
০১.০১.২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।