ধর্ম বিশ্বাস
- Subhojit Raptan (surya)(Ace) - গোলাপকাঁটা ২৬-০৪-২০২৪

তোমার ধর্ম, তোমার বিশ্বাস
আমি দেব না বাধা,
আমার ধর্ম, আমার বিশ্বাসে
তুমি দিওনা কাদা।
তোমার মত, তোমার পৃথিবী
যেমন করে চলে,
আমার আমি, ভাবনা আমার
তোমার কেন জ্বলে।
তুমি বল যা, তা মানতে হবে
এমন কেন ভাব,
বলার আছে, আমারও কিছু
বলতে আমি চাইব।
শুনতে যদি, তুমি না চাও
আমি কেন শুনব,?
যুক্তি দেয়ার লোক কতো শত
মানার লোক না পাবো।
তোমার মতো করে থাক তুমি
আমায় না ডাক,
আমার মতো আমি আছি বেশ
আমায় দূরে রাখ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।