বিশ্বাস করে চুর্ণ
- Subhojit Raptan (surya)(Ace) - গোলাপকাঁটা ০২-০৫-২০২৪

আশ্বাসের পর আশ্বাস দিয়ে
বিশ্বাস করে চূর্ণ।
মনের কুঠিরে হানিয়ে আঘাত
কার্য হবেনা পূর্ণ।।


কার্য হাসিলের প্রিতি কেবল
কার্য ফুরালে শেষ
মিথ্যা প্রিতির বেড়াজালে আজ
জীবন হল শেষ।।


আপন ভাবিয়া ছুটি যার পানে
বুক ভরা আশা নিয়ে।
শান্তনার বাণী দেয় শুনিয়ে
কেবলি আশ্বাস দিয়ে।।


তাই আশ্বাসে আর বিশ্বাসী নই
চাইযে নগদ পেতে।
আমার পাওনা আমায় দিবে
ছলনা কেন তাতে?


সক্তের বেলায় ভক্ত সবে
নলমের বেলাই জম।
নিজের ভাগে চাইযে বেসি
পরের ভাগে কম।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।