চুরি হয়ে যায় সব
- কাজী জুবেরী মোস্তাক ২৬-০৪-২০২৪

এই শহরে স্বপ্নরা রোজ হয়ে যায় চুরি
ক্ষমতাধর সেও করছে বড় পুকুরচুরি ,
আমি কিছু দেখিনি টিনের চশমা পড়ি ৷

সমাজ,সভ্যতা সেওতো হয়ে যায় চুরি
হালের ফ্যাশানের নামেও নগ্ন ঘুরাঘুরি ,
অথচ বলি ওদেরই যুগের সাহসী নারী ৷

জীবনের সবকিছু আজ হয়ে যায় চুরি
শখের মুঠোফোন সেও হয়ে গেছে চুরি ,
মিথ্যে কথায় আমার নেই কোন জুড়ি ৷

স্বাধীনতা সেও আজ খেলে লুকোচুরি
গণতন্ত্রকে নেতারা কবেই করেছে চুরি ,
ভোট দিতে গিয়ে দেখি সেখানেও চুরি ৷

সাধের প্রিয়া সেওতো হয়ে গেছে চুরি
ভালোবাসার মূল্যে হয়েছে বাড়ি,গাড়ি ,
তবু আমি আজও দুঃখের সওদা করি ৷

দিনবদলের স্বপ্নগুলো হয়ে গেছে চুরি
হাল ছাড়িনি তবুও শূন্য পকেটেই ঘুরি ,
এই ঘাটেও ভীড়বে হয়তো সুখের তরী ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।