হ্যাঁ সজনী, তোমায়!
- এ কে সরকার শাওন - কথা-কাব্য ২৬-০৪-২০২৪

আমি বার বার আসব,
শতকোটি বার আসব,
জন্ম জন্মান্তরে আসব
ধরনীর এই ছোট্ট মথুরায়;
খুঁজিতে তোমায়,
হ্যাঁ সজনী তোমায়,
এই স্বর্ণলতার গায়।
যেখানেই থাকো নাকো তুমি,
যে রূপেই থাকো নাকো তুমি,
আমার গভীর আত্ম-বিশ্বাস
আমার দৃঢ় প্রত্যয়,
আমার অকপট নিখাদ
নিরন্তর ভালবাসা,
ঠিকই খুঁজে দেবে আমায়;
তোমায়, হ্যাঁ সজনী তোমায়,
এই হলদে পাখীর গায়।
আজকের এই বিবর্ণ বিকেলে
বাঁধভাঙ্গা তপ্ত অশ্রুর স্রোতধারায়
বিরহ বেদনার বেলায়
আমি চ্যালেন্জ ছূড়ে নিলাম বিদায়
তুমি আসবেই আমার ধরায়;
তোমায়, হ্যাঁ সজনী তোমায়,
ভালবাসায় ভালবাসায়!!!
নাটোর, ০৩ জুলাই ২০১৮
http://www.jagonatore24.com/literature/2018/07/03/641/%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%81-%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F https://www.facebook.com/photo.php?fbid=2132584056769311&set=a.648575468503518&type=3&theater

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।