আমার রাত
- অক্লান্ত অলস ২৬-০৪-২০২৪

নিয়মমাফিক ক্লান্তিকর রাত হয়তো প্রত্যকের জন্য সমান,
কিন্তু আমার জন্য রাত আসে প্রাণবন্ত চির অম্লান।
কুচকুচে কালো মোড়কে বাধানো জমাটবদ্ধ রাত আসে,
আমার রাতে নিশাচর গুনগুন করে গান গায়, স্বপ্নে ভাসে।
আমি নির্ঘুম রাতে স্বপ্নালু চোখে রাতের সাথে আড্ডা দেই,
আমার রাতে নিস্তব্ধতা নেই, দূরের পথে যান্ত্রিক কোনো শব্দও নেই।
আমার রাতে ঝিঁঝিঁপোকা গুলো পালা করে বিশ্রামের সুযোগ পায়,
আমার রাতের সুবটুকু সুর শিয়ালের হাঁকে ভেসে যায়।
আমার রাতে ভালবাসা গুলো জোনাকির আলো কে ঢেকে দেয়,
অবুঝ রাত আলো দেখবে না বলে অন্ধকারকেই মেনে নেয়।
তারাগুলো ভীষণ মন খারাপের অভিনয় করে মেঘের ফাঁকে,
আমার রাতে কুয়াশার চাদরে আবেগ মোড়ানো থাকে।
পেয়ে যাওয়া আনন্দগুলোর সাথে আপোষ করতে সময় চলে যায়,
আমার রাতে দুঃখগুলো ঘরের মধ্যে থাকতে ভীষণ ভয় পায়।
তোমাদের রাতে ঘুমের ফেরিওয়ালা আসে অনেক স্বপ্ন নিয়ে,
আমার রাতে ঘুম বেঁচতে হয় তোমাদেরই যান্ত্রিক শহরে গিয়ে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

miftab
১৯-০৯-২০১৮ ১৪:২২ মিঃ

পড়লো না কেউ

miftab
১৫-০৯-২০১৮ ০৪:১৬ মিঃ

আশাহত হতে পাইনা

miftab
১২-০৯-২০১৮ ০০:৩১ মিঃ

ওরা বলেছে ছাপবে...