শরতের বিকেল
- আসাদউজ্জামান খান ২৬-০৪-২০২৪

শরতের বিকেল
আসাদউজ্জামান খান
===============
শরতের বিকেলবেলায় ভালোলাগে
যখন সূর্য ডুবুডুবু হয় তখন-
মনের মধ্যে অনেক শিহরণ জাগে।

সূর্য আলসে হয়ে তাপ কমিয়ে দেয়
বাতাস অল্পকরে ছড়ায় হিম ঠাণ্ডা
নদীরপারে বসে শ্রান্তি নিঃশ্বাস নেয়।

তরুণ-তরুণী দিনের শেষ বেলায়-
নদী কিংবা সাগর পারে ঘুরে বেড়ায়
ছোট-ছোট ছেলে-মেয়েরা মাতে খেলায়!

কাশফুলরা দোলে অল্প,অল্প বাতাসে
শিউলি ও বকুলফুল ঘ্রাণ ছড়ায়
নানান রকমের পাখি উড়ে আকাশে।

শরতের বিকেলে মুগ্ধকরে মনকে
উজ্জ্বল করে দেয় মলিন হৃদয়কে
বন্ধু বলাযায় দিনের শেষ ক্ষণকে।

লেখা...১৩-০৯-২০১৮
প্রকাশ... ২১-০৯-২০১৮ (দৈনিক চাপাই দর্পণ পত্রিকায়)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।